চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৬২ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন টহল সদস্যরা সদর উজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬২.৫ মন (২৫০০ কেজি) ইলিশের পোনা জাটকা জব্দ করেছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের  মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২৯ জানুয়ারি সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫০০ কেজি জাটকা জব্দ করেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে উক্ত জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা এম ফারুক আহমেদ এর উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

Title