প্রাইম টিভি বাংলা (অনলাইন)ঃঢাকার কেরানীগঞ্জে গুজবে বেড়ে গেছে লবণের দাম। বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে বেশি দামে। মঙ্গলবার বিকেল থেকে উপজেলার রোহিতপুর, আটিবাজার, কলাতিয়া, হযরতপুর,জিনজিরা,আগানগর,আবদুল্লাপুরসহ অধিকাংশ বাজারের মুদি দোকানগুলোতে লবণ কিনতে সাধারণ ক্রেতাদের ভীড় করতে দেখা যায় । এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ৩৫ টাকা দামের চিকন লবণ ৫০ টাকা থেকে ১৫০ টাকা, ২০টাকা দামের মোটা লবণ ৫০ থেকে ৭০/৮০ টাকা বিক্রি করতে দেখা যায়। বাজারের বড় বড় ব্যবসায়ীদের দোকানে বিকেলে ভ্যানগাড়ি ভর্তি করে মোটা লবণ নিয়ে আসলেও মুহুর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তবে অনেক ব্যবসায়ী নিদৃষ্ট দামেই লবণ বিক্রি করেছে। এসময় রিক্সা ভ্যান ভর্তি করে একসাথে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করতে দেখা গেছে। সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন মাইকিং করে ব্যবসায়ীদের অতিরিক্ত দাম না নেয়ার জন্য আহ্ববান জানান।তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে লবন বিক্রি করলে এদের মধ্যে ১৫ জনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।