প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ
শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ।সারা দেশের সাথে কেরানীগঞ্জেও বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।সকাল ১০ টায় শুরু হয় বই উৎসব। ২০২০ সালের জানুয়ারীর প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে উৎসাহের কমতি নেই কোমল মতি শিক্ষার্থীদের মাঝে।কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের ৫২৩ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে এদিন একযোগে নতুন বই তুলে দেয়া হয়। কেরানীগঞ্জের ৬০ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য বেসরকারি বিদ্যালয়ের ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে মোট ৪ লাখ ৫৩ হাজার ৯ শ’ বই বিতরন করা হয়। কোনাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। পরে কেরানীগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগদেন উপজেলা চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মাজেদা সুলতানা ও ভূমি অফিসার কামরুল হাসান সোহেল সহ অন্যান্য অনেকে।