কেরানীগঞ্জে প্রতিবেশীর মিথ্যা মামলায় হয়রানির শিকার আরেক প্রতিবেশী

প্রতিবেশীর মিথ্যা মামলায় অতিষ্ঠ কেরানীগঞ্জ দক্ষিন থানার বাস্তা ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা মিন্টু ও তার পরিবার।
জমি জমা নিয়ে আদালতে দীর্ঘদিন ধরে চলা মামলায় হেরে যাওয়ার ভয়ে সুবাস ঘোষ থানায় মিথ্যা মামলা করছেন বলে জানান মিন্টু।
মিন্টু একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে ছুটিরদিন ব্যতিত প্রতিদিন থাকতে হয় চকবাজারে তার প্রতিষ্ঠানে। এই সুযোগে বাড়িতে থাকা শিশু ও মহিলাদের সাথে প্রায়সমই ঝগড়া বিবাধে লেগে থাকে সুবাস ঘোষ।

এলাকাবাসী জানায়, আসলে সুবাস একজন হিন্দু মানুষ। বোয়ালী গ্রামের বর্তমান মেম্বার সেও হিন্দু। আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে একত্রে বসবাস করি। সুবাস জায়গা জমির দালালি করে। অন্যের জমি বিক্রি করতে সাহায্য করে। এদিকে প্রতিবেশী মিন্টু ও তার পরিবারের নামে থানায় সংখ্যালগু হিসেবে নিজেকে উপস্থাপন করে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মিথ্যা মামলা দায়ের করেছে।
সুবাসের চাচা জানান আমার ভাতিজা একটা ধুরন্দর ও ধান্ধাবাজ। মুলত মিন্টুর পরিবারের সাথে কোন প্রকার মারামারি হয়নি। ওদের দু পক্ষের মধ্যে জমি নিয়ে একটা বিরোধ আছে, এবং সেটা আদালতে মামলা চলমান। সে মামলায় হেরে যাওয়ার ভয়ে আমার ভাতিজা সুবাস ঘোষ, মিন্টুর পরিবারের নামে মিথ্যা মামলা দিয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই শুভাষ জানান, মামলার বিষয়টি তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিজস্ব প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title