কেরানীগঞ্জে ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন

প্রাইমটিভি বাংলা (অনলাইন):
রাজধানীর কেরানীগঞ্জে ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ও ওয়রিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ ০৮নং ওয়ার্ডের মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান,কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আঃ কাইয়ুম ভান্ডারী, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ ৭,৮,ও ৯নং ওয়ার্ড মহিলা মেম্বার আফরোজা ভুট্টো ও এনামুল হক। এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজি মোঃ ইকবাল হোসেন বলেন,ঢাকা ০৩ আসনের এমপি ও মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করে যাচ্ছে।

 

শিক্ষার আলোতে প্রতিটি শিশু আলোকিত হোক এটাই হোক আমাদের অঙ্গিকার এছাড়া ওরিয়েন্ট টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার ধীর প্রত্যয় ব্যক্ত করেন।বিশেষ অতিথী হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন, ওরিয়েন্ট টেক্সটাইল মিলস প্রতিষ্ঠান টি গড়ে উঠেছিল ১৯৭২ সালে। সে সময় এখানে কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা দেখেন যে তাদের ছেলে মেয়েদের মানুষ করতে হলে একটি প্রতিষ্ঠান দরকার তারা নিজের উদ্যোগে প্রতিটি কর্মচারী স্বেচ্চায় তিন দিনের বেতন দিয়ে এ প্রতিষ্ঠান টি করে ছিলেন।আমরা কোন কষ্ট ছাড়াই এপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের পড়িয়ে যাচ্ছি। তিনি এ প্রতিষ্ঠানের সাথে সবসময় আছেন সকল সহযোগিতায় হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথীরা ।

Leave A Reply

Your email address will not be published.

Title