কেরাণীগঞ্জে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার” এই শ্লোগানকে সামনে রেখে
কেরাণীগঞ্জে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২০ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার(ভূমি) রাজস্ব কামরুল হাসান সোহেল,কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার(ভূমি) রাজস্ব সানজিদা পারভীন ( তিন্নি ) কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খুদে বিজ্ঞানীদের মাধ্যমে সারা বাংলাদেশে হাজারো বিজ্ঞানী তৈরি হবে। তিনি আরো বলেন, যারা বিজ্ঞানের এ কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে তারা ভবিষ্যতে বাস্তব ভিত্তিক বিজ্ঞানী হতে পারবে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এ অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।


অনুষ্ঠান সঞ্চলনা ও পরিচালনা করেন কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন।


বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম হয়েছে , নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিমা আক্তার মিথিলা,দ্বিতীয় হয়েছে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া ইসলাম মিম, তৃতীয় হয়েছে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এহসান মাহমুদ।

Leave A Reply

Your email address will not be published.

Title