তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাহীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী মো. অলিউল ইসলাম অলি সহ আট জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার বিকেলে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। আসছে ২০ অক্টোবর নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগ ও বিএনপি সহ উপনির্বাচনের জন্য ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন অফিসে দাখিল করেছেন। উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মো. রহিম সরকার নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। বাকি ৬ জন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশগ্রহণ করবেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।