কালাইয়ে আন্ত:জেলা ডাকাত সর্দারসহ ৩ সদস্য মাদক ও অস্ত্রসহ গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে আন্ত:জেলা ডাকাত সর্দারসহ ৩ সদস্যকে মাদক, দেশিয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনা ও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর তত্ত্বাবধানে  এস,আই শাহিন মোহাম্মদ অনু ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদীঘি ছত্রগ্রামে অভিযান পরিচালনা করে মৃত ছফির মন্ডলের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মাহবুব মন্ডলের বসতবাড়ি থেকে পিস্তল ও সর্টগানের দুইটি গুলি, চোরাই দুটি মোটরসাইকেল, তীর-ধনুক, ছেলাই, হাতুরি, ৪৪০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত সরদার মাহবুব মন্ডল (৪২), কালাই পৌর সদরের থানাপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গি গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) সেলিম মালিক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত   রাতে জেলার যে কোন স্থানে ডাকাতি করার জন্য ডাকাত সরদার বজলার রহমান বুলেটের বাড়ীতে বিভিন্ন উক্ত গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা পরিকল্পনা করছিল এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের সরর্দার মাহবুব মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title