নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির ভয়াবহতম দিন দেখলো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার ৫০১ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৬১ হাজার ৫০০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেলো। রবিবার (১৮ এপ্রিল) সকালে এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা চারদিন ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহেই সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের তালিকায় শীর্ষ পাঁচে আছে মহারাষ্ট্র (৬৭ হাজার ১২৩), উত্তর প্রদেশ (২৭ হাজার ৭৩৪), দিল্লি (১৭ হাজার ৪৮৯) এবং ছত্তিশগড় (১৬ হাজার ৮৩)।
শনিবার করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন ওষুধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতের ওষুধ শিল্পের সম্পূর্ণ সম্ভাবনাটি কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।