করোনা ভাইরাসের কারনে গার্মেন্টস মালিকদের ১৩১ কোটি টাকা প্রণোদনা সরকারের

করোনা ভাইরাসের কারণে সরকার গার্মেন্টস কারখানা মালিকদের ২১ টি প্রণোদনার প্যাকেজে এক’শ ৩১ কোটি টাকা দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় বিসমিল্লাহ কালার্স ইয়ান ডাইং লিমিটেডের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,তৈরি পোশাক রপ্তানীতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। সরকারের প্রণোদনার কারণে পোশাক কারখানার মালিকরা করোনার সময়ও ঘুরে দাড়িয়েছে ও রপ্তানীও চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার মালিকরা নিবিঘ্রে ব্যবসা পরিচালনা করছেন বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,কারখানার ম্যানেজিং ডিরেক্টর মাসুম পারভেজ,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আরো অনেকে।

জাহিন রিয়াজ
সাভার প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title