নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। সামান্য সর্দিকাশির উপসর্গ নিয়ে গতকাল রবিবার (১৬ জানুয়ারি) টেস্ট করালে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত হতে অ্যাটর্নি জেনারেলকে ফোন করলে সোমবার বিকেলে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সামান্য সর্দিকাশি হয়েছিল। পরে গতকাল কভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এখন আইসোলেশনে আছি। শারীরিক কোনো সমস্যা নেই। এমনকি সর্দিকাশিও নাই। ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।