নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন খেলার মাঠ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দাবীতে এলাকাবাসির মানববন্ধন করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কের চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিশুসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে এনসিসি’র ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর রুহুল আমিন মোল্লাা, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোতালিব, সাধারণ সম্পাদক সুজন ভুইয়া, যুবলীগ নেতা কামরুল হাসান বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চিত্তরঞ্জন মাঠটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উদ্যোগ নিলেও হঠাৎ কাজ বন্ধ করে দিয়েছে বিটিএমসি কর্তৃপক্ষ। মাঠটি নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবী করেন তারা। মাঠ নিয়ে কোন ষড়যন্ত্র প্রশয় দেওয়া হবে না, সকলের সম্মিলিত ভাবে ষড়যন্ত প্রতিহত করা হবে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বক্তরা।