আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের তীব্রতা

ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে দিনে প্রখর রোধ ও রাতে হালকা শীত পড়ছে। তবে নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দু-একদিন অব্যাহত থাকার পর আগামী সপ্তাহ থেকে আবার বাড়বে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি মাসের পূর্বাভাসে জানিয়েছে, অন্য বছরগুলোর তুলনায় এবারের জানুয়ারিতেও দেশে শীতের তীব্রতা থাকবে। মাসের অধিকাংশ সময়জুড়ে শৈত্যপ্রবাহের আধিপত্য থাকবে। বয়ে যাবে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ। এর মধ্যে থাকবে এক থেকে দুটি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ওঠানামা করলেও কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হবে তীব্র শীত। এতে ভুগতে হবে মূলত দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের মানুষকে।

রাজধানীতে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঢাকার অভ্যন্তরীণ তাপমাত্রা এমনিতে বেশি থাকায় দিনে শীত ততটা অনুভূত হবে না।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকা দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী দু-একদিন অব্যাহত থাকতে পারে। এদিকে রাজধানীতে তেমন শীত অনুভূত না হলেও গ্রামে এবার শীত পড়েছে বরাবরের মতোই।

আবহাওয়াবিদরা জানান, ডিসেম্বরজুড়ে হালকা বৃষ্টি ও ধোঁয়াশা দেখা গেছে। চলতি জানুয়ারি মাসে আকাশ সে তুলনায় কিছুটা পরিস্কার থাকতে পারে। ফলে শীত আরও বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আশঙ্কা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যান্য স্থান সকালের দিকে হাল্কা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave A Reply

Your email address will not be published.

Title