আগামী জানুয়ারি মাসে দেশে আসতে পারে করোনা ভ্যাক্সিন

আগামী বছরের জানুয়ারি মাসে করোনা ভ্যাক্সিন দেশে আসতে পারে। এই ভ্যাক্সিন করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা আগে পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনার মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের সাথেই সংবাদ কর্মীরা এই ভ্যাক্সিন পাবেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা। এনামুর রহমান বলেন, আমাদের সফলতা প্রায় সব জায়গায় রয়েছে। শিক্ষার হার বেড়েছে, বেড়েছে গড় আয়ু। স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। আলোচনা সভায় আশুলিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ওপু ওহাবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.

Title