বিশেষ সংবাদদাতা: অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কবিগানেরর কিংবদন্তি কবিয়াল হায়দার আলী বয়াতি।
শৈশব থেকেই গান-বাজনার প্রতি প্রবল ঝোঁক ছিলো তাঁর। যেকোন গান একবার শুনলেই তা হুবহু গাইতে পারতেন তিনি। সংগীতের মোহে মাত্র ১১ বছর বয়সে এলাকায় অনুষ্ঠিত এক কবিগানের আসরে এক প্রবীণ কবিয়ালের সাহচর্যে ঐ দলের সাথে যুক্ত হয়ে বাড়ি ত্যাগ করেন তিনি। রপ্ত করেন জারি গান, সারি গান, মারফতি, শরিয়ত, পীর-মুর্শিদী স্মরণ, নবী স্মরণ, আল্লাহ স্মরণ, দেহতত্ব, সুফিতত্ব, মনঃশিক্ষা, মিলনতত্ব, রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী, পালাগান ও কবিগান।
ষাটের দশক থেকে ২০১৬ সাল পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, বরিশাল এবং ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে সঙ্গীত ও সুর সাধনা অব্যহত রেখেছেন এই কবিয়াল। শ্রোতা-ভক্তেদেরর মাঝে খ্যাতি অর্জনের পাশাপাশি তাঁর অসংখ্য ভাব শিষ্য সৃষ্টি করেছেন।
লক্ষ্মীপুর জেলার লোকজ সংস্কৃতির একজন গুণী সাধক শিল্পী হিসেবে কবিয়াল হায়দার আলী বয়াতিকে ২০১৬ সালে জেলা প্রশাসনের পক্ষ হতে সম্মানসূচক পুরস্কার এবং ২০১৫ সালে লক্ষ্মীপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ হতে গুণীশিল্পী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বাংলা একাডেমি থেকে প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক একটি গবেষণাধর্মী বইয়ে হায়দার আলী বয়াতীকে নিয়ে একটি লেখাও ছাপা হয়।
বর্তমানে তিনি কিডনি, প্রেসার, ডায়বেটিসসহ নানা ব্যধিতে আক্রান্ত। দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। এই কবিয়ালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
যোগাযোগ : +৮৮০১৬০৯৫২৭৪৮০
ঠিকানা: গ্রাম: গাইয়ার চর; ডাকঘর: ক্যাম্পের হাট; উপজেলা: রায়পুর; জেলা: লক্ষ্মীপুর।